জলপাইগুড়ি , ২৩ ফেব্রুয়ারী : অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল দ্বারা পরিচালিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চলছে জলপাইগুড়ি রেসকোর্স পাড়ায়। রবিবার ছুটির দিন হলেও মহামন্ডলের যুবকরা দুঃস্থ মানুষের কথা মাথায় রেখে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেন । প্রায় ২০০ থেকে ২৫০ মহিলা ও পুরুষদের জন্য এই আয়োজন করা হয়েছিল। সংগঠনের পক্ষে জানান হয় , যাদের চশমার প্রয়োজন তাদেরকে বিনামূল্য চশমাও দেওয়া হবে। পাশাপাশি আরও বলেন প্রত্যেকের জন্য দুপুরে টিফিনেরও আয়োজন করা হয় এদিন ।