শিলিগুড়িঃ শিলিগুড়ির সেবক রোডে হনুমান চালিশা বিতরণ করল বিজেপি।বিতরণকারীরা জানান,বাংলা থেকে অশুভ শক্তি বিনাশ করতেই তাদের এই কর্মসূচী।এইদিন পানিট্যাঙ্কি মোড় থেকে সেবক রোড এর বিভিন্ন দোকানে দোকানে গিয়ে সিএএ এর কাগজ এবং হনুমান চালিশা বিতরণ করা হয়।বিতরণ কর্মসূচীর পাশাপাশি সিএএ এর প্রচার চালায় বিজেপি কর্মীরা।