- হেলিপ্যাড তৈরি নিয়ে জটিলতা দূর করতে পর্যটন মন্ত্রী গৌতম দেব
- গজলডোবায় কৃষকদের জমির ওপর হেলিপ্যাড হবে না বলে আশ্বাস গৌতমের
খবর সময়, শিলিগুড়ি :
রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব শুক্রবার গজলডোবায় হেলিপ্যাড তৈরি নিয়ে জটিলতা দূর করতে সেখানে পৌঁছে স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, জোর করে জমি নেওয়া তাঁদের নীতি নয়।
উল্লেখযোগ্য, গজলডোবায় কৃষকদের জমির ওপর হেলিপ্যাড বানানোর বিরুদ্ধে ভারতীয় কিষাণ মোর্চার সদস্যরা গত কয়েক দিন ধরে আন্দোলন করছে। শুক্রবার মন্ত্রী জানান চাষিদের জমির ওপরে হেলিপ্যাড হবে না।
তিনি জানান যদি ওই জমি সরকারের হয় তবেই ওইখানে হেলিপ্যাড হবে।
তিনি বিজেপির বিরুদ্ধে হেলিপ্যাড নিয়ে ভুল বোঝানোর অভিযোগ তোলেন।