শিলিগুড়ি, ১২ জানুয়ারী: নিজের নির্বাচনী ওয়ার্ডে ঘর ভাড়া নিলেন গৌতম দেব। আগামীতে ব্যাংক লোন নিয়ে একটি ছোট ফ্ল্যাটও কিনবেন। আর এতেই কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধীরা। আসন্ন শিলিগুড়ি পুরভোটে নিজের ওয়ার্ড ১৭ নম্বর থেকে দল তাকে প্রার্থী না করায় গৌতম দেব এবার ভোটে লড়ছেন ৩৩ নং ওয়ার্ড থেকে। বহিরাগত তকমা সরাতে সকাল থেকেই ভোট প্রচার করতে গিয়ে ভোটারদের কাছে বলতে শোনা গেল তিনি এখানে ঘর ভাড়া নিয়েছেন এবং এখন থেকে তিনি তাদের প্রতিবেশী। আর এতেই কটাক্ষ বিরোধীদের।
প্রতিপক্ষ বিজেপির প্রার্থী পরিমল সূত্রধরের দাবি, উনি একটা কেন দশটা ফ্ল্যাট কিনতে পারেন। ফ্ল্যাট কিনলে কেউ প্রতিবেশী হয়না। বিধানসভা ইলেকশনে উনি ঘর ভাড়া নিয়েছিলেন। এখন ঘর মালিক জানে না উনি কোথায় আছেন।
সিপিএম প্রার্থী অসীম সাহার বক্তব্য, উনি এখানকার ভোটার নন। এতদিন কি করছিলেন। ইলেকশনের জন্যই এই ঘর ভাড়া নিয়েছেন। উনি বিধানসভা ইলেকশনে ফুলবাড়ীতে ঘর ভাড়া নিয়েছিলেন।