রায়গঞ্জ , ১০ সেপ্টেম্বর : বাঙালির সঙ্গে পুজোর একটা মনের যোগ আছে । সে হোক না মহারাষ্ট্রের গনেশ চতুর্থী উৎসব ! মুম্বাইয়ের সাথে সাথে এই বাংলাও মেতে উঠল গনেশ চতুর্থী উৎসবে।
প্রতিবারের মত এবারেও রায়গঞ্জ শহরের দেহশ্রী মোড়ের গনেশ চতুর্থী উৎসব অষ্টম বর্ষে পদার্পণ করল । সুদৃশ্য পুজো মন্ডপ , রায়গঞ্জের কুমোরটুলির বিশালাকার গনেশ প্রতিমা আর ডিজিটাল আলোকসজ্জায় দেহশ্রী মোড়ের গনেশ চতুর্থী উৎসব রায়গঞ্জবাসীর নজর কেড়েছে এবারেও । গনেশ চতুর্থী উৎসব উপলক্ষে এই পুজো কমিটি হাজার হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরন করে থাকে৷ গনেশ পুজোর আনন্দে মেতে উঠেছেন রায়গঞ্জবাসী।