আলিপুরদুয়ার, ৪ ফেব্রুয়ারী: বিপুল পরিমাণে সিগারেট উদ্ধার হল আলিপুরদুয়ার জেলার অসম-বাংলা সীমানা পাকড়িগুরি এলাকা থেকে সিগারেট উদ্ধার করেছে বারোবিশা ফাঁড়ির পুলিশ। ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে বারোবিশা ফাঁড়ির পুলিশ।
জানা গিয়েছে, উদ্ধার হওয়া সিগারেটের বাজারমূল্য প্রায় ২৪ লক্ষ টাকা। অসম থেকে এরাজ্যে সিগারেট পাচার করা হচ্ছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পাচারের ছক বানচাল করে দেয় পুলিশ। আধুনিক কায়দায় তৈরী একটি কন্টেইনারের ভিতরের থেকে উদ্ধার হয় সিগারেটগুলি। গাড়ির ভিতর আলাদা চেম্বার করে সিগারেট রাখা হয়েছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার জেলার বারোবিশা ফাঁড়ির পুলিশ।