উওর দিনাজপুর, ২৯ জানুয়ারী: মায়ের বিবাহ বহির্ভূত পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল নাবালক ছেলে। প্রেমিকের সঙ্গে ৭ বছরের ছেলেকে খুন করে মা ও তার প্রেমিক বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উওর দিনাজপুর করণদিঘিতে। ঘটনায় তিনজনকে আটক করেছে করণদীঘির থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনদিন থেকে নিখোঁজ ছিল করণদিঘির গোবিন্দপুরের গোলাম সরবর (৭) নামে এক নাবালক। করণদীঘির মেলা মোড়ের ইটভাটা কাছে থেকে ওই নাবালক দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরবরের বাবা এরশাদ আলি একজন পরিযায়ী শ্রমিক। তিনি কাজের সূত্রে মুম্বাইয়ে থাকেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে গোলামকে না পাওয়া গেলে বিভিন্ন জায়গায় খোঁজ চালান হয়। খোঁজ না পেয়ে বৃহস্পতিবার করণদীঘি থানায় নিখোঁজ ডাইরি করেন মামা। ঘটনার তদন্তে নেমে বিকেলে হরিণতোর গ্রামের যুবক মহম্মদ মেকাইলে (৩৫)-কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপর শুক্রবার বিকেল তিন’টায় এরশাদের স্ত্রী শেলি খাতুন ও শ্যালিকা শেরিনা বিবিকে আটক করে জেরা করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে এদিন সন্ধ্যায় করণদীঘির মেলার মোড়ের ইটভাটা সংলগ্ন এলাকা থেকে গোলামের দেহ উদ্ধার করে পুলিশ।