শিলিগুড়ি , ২০ ফেব্রুয়ারী : সাফাই কর্মীদের কর্মবিরতি , জঞ্জাল সাফাইয়ে বাম নেতৃত্বরা । স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে সাফাই কর্মীরা । তাদের এমন হঠকারি কর্মবিরতির সিদ্ধান্তে বিপাকে শহরবাসী । শহরের জমে উঠেছে যত্রতত্র জঞ্জাল । কোরোনা মহামারি প্রাক্কালে তাদের এমন হঠকারী সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অনেকেই ।
সাফাই কর্মীদের দাবির প্রতি সহানুভূতিশীল হলেও তাদের সিদ্ধান্তকে কোনোভাবেই মেনে নিতে পারছে না রাজনৈতিক নেতৃত্ব থেকে সাধারণ মানুষ। সেই কারণে শহরকে দূষণমুক্ত করতে রাস্তায় নেমেছেন পুরনিগমের কো অর্ডিনেটররা ।শনিবার প্রশাসক মন্ডলীর সদস্য শরদিন্দু চক্রবর্তীকে ঝাড়ু , কোদাল , বেলচা হাতে রাস্তায় দেখা গেল । অন্যদিকে ২৬ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর দীপায়ন রায়কেও একই কর্মকান্ডে সামিল হতে দেখা যায় ।