জলপাইগুড়ি, ৭ডিসেম্বর: অজানা প্রাণীর পায়ের ছাপে আতঙ্ক এবার জলপাইগুড়ি শহরে। প্রাথমিক অনুমান করা হচ্ছে এটি ভাল্লুকের পায়ের ছাপ। এই ছাপকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জলপাইগুড়ি জেলাশাসকের বাংলো সংলগ্ন এলাকায়। মূলত তিস্তা উদ্যানের এধরনের পায়ের ছাপ দেখা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। পায়ের ছাপের সাথে রক্তের দাগ দেখে প্রাণীটি প্রাথমিকভাবে আহত বলে মনে করছেন বনকর্মীরা। তিস্তা উদ্যানের ভেতরে বড় গাছের ঝোপের আড়ালে লুকিয়ে থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বনকর্মীরা। কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য তিস্তা উদ্যানের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয় বনদপ্তরের পক্ষ থেকে। বনদপ্তরের তরফে থেকে প্রাণীটিকে ধরতে একটি খাঁচা নিয়ে আসা হয়েছে। প্রাণীটির খোঁজে জোর তল্লাশি চালাচ্ছেন বনকর্মীরা। তল্লাশির জন্য ঘটনাস্থলে পৌঁছান ডেপুটি ম্যাজিস্ট্রেট অরিন্দম বিশ্বাস এবং বর্তমানে তিনি পুরো ঘটনার উপর নজরদারি রাখছেন।