শিলিগুড়ি, ১৭ নভেম্বর: সাতসকালে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। বুধবার শিলিগুড়ির জলপাই মোড়ের কাছে গঙ্গানগরে একটি বাইকের সার্ভিসিং সেন্টারে আগুন লাগে। সকাল ৭টা নাগাদ ওই সেন্টার থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে। এদিকে পুড়ে গিয়েছে পুরো সার্ভিসিং সেন্টারটি। ক্ষয়ক্ষতি হলেও কোনও হতাহতের খবর মেলেনি। পুলিশ ও দমকল গোটা বিষয়টি খতিয়ে দেখছে।