ইসলামপুর : বস্তার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।ঘটনাটি ঘটছে ইসলামপুর পৌরসভার ২নম্বর ওয়ার্ডে মিশন পাড়া এলাকায়।স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় দমকল।ইসলামপুরের তিনটি দমকলে ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ইসলামপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মিশনপাড়া এলাকায় শত্রুঘ্ন সিনহা নামে এক ব্যাবসায়ীর বস্তা গোডাউনে গভীর রাতে আগুন লাগে।মুহুর্তের মধ্যে আগুন গোটা বস্তা গোডাউনে ছড়িয়ে পরে।আগুন স্থানীয়দের নজরে আসামাত্র চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।এই অগ্নিকান্ডের ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পরে এলাকাবাসীরা।খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশ ও দমকল বাহিনীকে।ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইসলামপুরের তিনটি দমকলের ইঞ্জিন ও ইসলামপুর থানার পুলিশ।দমকলের তিনটি ইঞ্জিনের রাত থেকে সকাল দীর্ঘক্ষনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।অবশ্য আগুন নিয়ন্ত্রণে আসার আগে সবকিছুই পুড়ে ছাই হয়ে য়ায়। অগ্নিসংযোগের ফলে বহু টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী মহল।তবে কিসের থেকে এই আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, কিসের থেকে এই আগুন লেগেছে তা জানা নেই।তবে দমকলের তিনটি ইঞ্জিন সঠিক সময়ে যদি না আসতো তাহলে আসে পাশের বাড়িগুলোতেও আগুন লেগে যেতো।তাতে অনেক ভয়াবহ আকার ধারন করতে পারত।ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।