কোচবিহার, ১৫ নভেম্বর: কোচবিহারের ভবানিগঞ্জ বাজারে সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।
স্থানীয় লোকের জানান, এই দিন সকালে এক খাতা বইয়ের দোকান থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেলে দমকলে খবর দেয় স্থানীয় ব্যবসায়ীরা। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এই ঘটনায় দোকানে প্রচুর জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্ত পর শর্ট সার্কিট থেকেই দোকানে আগুন লাগার অনুমান প্রকাশ করেছে দমকল আধিকারিকরা।