মালদা ,২৩ নভেম্বর : রেল লাইনের ধারে পড়ে থাকা আবর্জনায় আগুন। ঘটনাটি ঘটেছে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় এলাকায়। অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ।
শনিবার হঠাৎই রেল লাইনের ধারে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা। সেই সময় দিশাহারা হয়ে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত দেয়।পরে দমকলকে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় ওই এলাকা দিয়ে আপ প্যাসেঞ্জার ট্রেন যাচ্ছিল। কিছু আগুন দেখে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে ওই ট্রেনটি। তারপরে আগুন নিয়ন্ত্রণে আসলে ট্রেন স্টেশনে উদ্দেশে রওনা দেয়।সাময়িক সময়ের জন্য আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমকল বিভাগ ও রেল পুলিশ।