মালদা : হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে পিএইচই অফিসে শর্ট সার্কিটে আগুন।ঘটনায় টাউন লাইব্রেরী বারো ডাঙ্গা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।গ্রামবাসী আগুন নিভানোর চেষ্টা করে।কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে অক্ষম হন।পরে দমকলবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।গ্রামবাসীরা অভিযোগ করেন,পিএইচই অফিস সব সময় তালা বন্ধ থাকে।তার ফলে তারা অনেক অসুবিধার সম্মুখীন হন।কোন অভিযোগ জানাতে গেলে অফিসে তালা ঝুলে থাকায় কোন কর্মীকে পাওয়া যায় না বলে অভিযোগ।