মালদা: কলেজ চলাকালীন লাগে আগুন।ঘটনায় আতঙ্কিত মালদা কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অধ্যাপক এবং অধ্যাপিকারা।বৃহস্পতিবার ঘড়ির কাটায় ১২:৩০ মিনিট।অন্যান্য দিনের মত এদিনও তখন কলেজের পঠন-পাঠন চলছিল।ঠিক এই সময় কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের ল্যাবে আগ্নিকান্ডের ঘটনার তীব্র আতঙ্ক ছড়ায়।ল্যাব থেকে প্রথমে ধোয়া বের হতে দেখে পড়ুয়ারা।তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে।প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কলেজের এক ছাত্র জানান, সেই সময় ক্লাসরুমে ছিল তারা।হঠাৎই ধোঁয়া বের হতে দেখেন তারা।আতঙ্কিত হয়ে কলেজের বাইরে ছুটে আসে সে।বাইরে এসে তারা দেখতে পায় সাইন্স বিভাগের ল্যাবে আগুন লেগেছে।তবে আগুন লাগার কারণ তারা বলতে পারেনি।
জানা গেছে,এই দিনের অগ্নিকাণ্ডে প্রায় পঞ্চাশটি কম্পিউটার আগুনে পুড়ে যায়।কলেজ কর্তৃপক্ষের দাবি, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে।