শিলিগুড়ি , ৬ সেপ্টেম্বর : ট্রাফিক নিয়ম না মানলে হয় জরিমানা l একথা জানা আছে সকলের l ১ লা সেপ্টেম্বর থেকে নতুন ট্রাফিক আইন লাগু হয়েছে l তার ভিত্তিতে সম্প্রতি এক অটো চালককে জরিমানা করল ওড়িশা পুলিশ l মধ্য বয়স্ক ওই অটো রিক্সা চালকের নাম হরিবন্ধু খানার l ট্রাফিক নিয়ম না মানার জন্য তাকে জরিমানা করা হয় ৪৭ হাজার ৫০০ টাকা l
তিনি যেই অটো রিক্সাটি চালান সেটি সেকেন্ড হ্যান্ড , এবং তার মূল্য ২৫ হাজার টাকা l চালান অনুসারে, হরিবন্ধুকে সাধারণ অপরাধে ৫০০ টাকা , অনুমোদিত ব্যক্তিকে গাড়ি চালানোর অনুমতি দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা, বৈধ লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোর জন্য পাঁচ হাজার টাকা, নেশা করে ড্রাইভিংয়ের জন্য দশ হাজার টাকা, বায়ু ও শব্দ দূষণের নিয়ম লঙ্ঘনের জন্য দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে , নিবন্ধন এবং ফিটনেস শংসাপত্র ছাড়াই যানবাহন ব্যবহারের জন্য পাঁচ হাজার টাকা, অনুমতি ছাড়াই যানবাহন ব্যবহারের জন্য বা অনুমতি শর্ত লঙ্ঘন করার জন্য দশ হাজার টাকা এবং বীমা ছাড়াই গাড়ি চালানোর জন্য দু’হাজার টাকা জরিমানা করা হয় l হরিবন্ধু বলেন , “আমি এক সপ্তাহ আগে এই সেকেন্ড হ্যান্ড অটো রিক্সাটি ২৫,০০০ টাকায় কিনেছিলাম। আমি অনেক আগে স্নাতক হয়েছি, তবে কোনও ধরণের চাকরি খুঁজে পাইনি। জীবিকা নির্বাহের জন্য আমি অটো কিনেছি। আমার কাছে এই গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে l আমি অ্যালকোহল খাওয়ার পরে গাড়ি চালানো ছাড়া কোনও নিয়ম লঙ্ঘন করিনি। প্রয়োজনীয় ডকুমেন্ট এর আপডেট রয়েছে l সেগুলি ঘরে রয়েছে। প্রায়শই চুরি হয়ে যায় বলে আমি তাদের আমার অটোতে রাখি না l”
ভুবনেশ্বর অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) অমরেশ পান্ডা জানান , “ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারীদের জরিমানা দিতে হবে। এটা খুব পরিষ্কার। ”