মালদা, ২১ নভেম্বর: সাপের কামড়ে মৃত্যু হল এক আদিবাসী কৃষকের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার পশ্চিম বানঝাপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কৃষকের নাম খারা বাস্কে (৬০)।
পরিবারের এক সদস্য সাঞ্জু হেমব্রম জানিয়েছেন, বাড়ি পাশে ধানের জমিতে কাজ করার সময় একটি বিষধর সাপ এসে ওই ব্যক্তিকে পায়ে ছোবল দেয়। এরপর নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।