মালদা , ১১ মার্চ : পুরাতন মালদার নারায়ণপুরের ১৫৯ নম্বর বিএসএফ ব্যাটলিয়নের ভিতরে বেহুলা নদীর ধারে দেবকুন্ড মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় শিবরাত্রি পুজো উপলক্ষে । জানা গেছে ঐতিহাসিক এই বেহুলা নদীর জলের ছোঁয়া পেলেই নাকি মনোবাসনা পূর্ণ হয় । তাই এই শিবরাত্রির দিন এই নদীতে জল নিয়ে বিভিন্ন মন্দিরে মন্দিরে ভক্তরা জল ঢালে শিবলিঙ্গে ।
বিহার থেকে আগত এক মহিলা জানান যে বিগত ১৫ বছর ধরে তিনি সন্তান ধারণ করতে পারছিলেন না। কিন্তু এখানে এসে মানত করে এক বছরের মধ্যে সে পুত্রসন্তান জন্ম দিয়েছে । এছাড়া নারায়ণপুর বিএসএফ ক্যাম্প এর আশেপাশের এলাকার বিভিন্ন ভক্তরা দীর্ঘদিন ধরে এই বিএসএফ ক্যাম্পের ভিতরে বেহুলা নদীতে জল ভরতে আসেন এবং আজকের দিনে এই ভক্তদের জন্য অবাধ প্রবেশের অনুমতি থাকে ।