শিলিগুড়িঃ ভূমিকম্পের আগাম সর্তকতা যন্ত্র আবিষ্কারে আজ পর্যন্ত বিজ্ঞানীরা বিফল হলেও এই যন্ত্র আবিষ্কারের সফল হল শিলিগুড়ির একটি সাধারন ছেলে সুব্রত পাল।তার বাড়ি শিলিগুড়ির অরবিন্দ পল্লীতে।এবার থেকে ভূমিকম্পে প্রাথমিক সংকেত জানতে পারবে শিলিগুড়িবাসী।তবে তার জন্য থাকতে হবে সুব্রত পালের আবিষ্কার করা এই যন্ত্রটি।ইতিমধ্যে সরকারী স্বীকৃতি পেয়েছে তার এই ভূমিকম্পন আগাম সর্তকতা যন্ত্রটি।এবার পালা তা মানুষের মধ্যে পৌঁছানো।
জানা গিয়েছে,মঙ্গলবার ভূমিকম্পের আগাম সর্তকতা যন্ত্রটি নিয়ে সুব্রত পাল হাজির হন মেয়র এর দরবারে।মেয়র এর সহযোগিতায় তিনি আগামীতে শুরু করতে চান তারা এই পথ চলা বলে জানান তিনি।তার তৈরি প্রথম মেসিনটি তুলে দেন অশোক ভট্টাচার্য হাতে।
সুব্রত পাল জানান,পড়াশোনা উচ্চমাধ্যমিক পাশ হলেও আগ্রহী ইলেকট্রিক যন্ত্র তৈরিতে।সেই কারণে নিজের চেষ্টায় আবিষ্কার করেছেন এই মেশিনটি।তিনি আরও জানান, ভূমিকম্পের রিখটার স্কেলে ৩ এর উপর পরিমাপ উঠলেই সংকেত দেবে এই যন্ত্রটি।তখনই মানুষকে সাবধান হতে হবে।খুঁজে নিতে হবে নিজের সুরক্ষিত জায়গা।যেভাবে এই প্রাকৃতিক দুর্যোগ এর আগে পশু,পাখিরা আগাম জানতে পারে ঠিক সেই ভাবেই যন্ত্রটি কাজ করবে।