শিলিগুড়ি,০৬ এপ্রিল: সকাল সকাল উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অনুভব করা ভূমিকম্প। গতকাল থেকেই মানুষের মধ্যে এর জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আজ সকাল ৭:০৭টা নাগাদ ফের ভূমিকম্পে কেঁপে উঠে উত্তরবঙ্গ। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়। তবে প্রশাসনিকভাবে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।