শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারী: শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ৩৯ ওয়ার্ডে ডিওয়াইএফআই ডাবগ্রাম দক্ষিণ লোকাল কমিটির পক্ষ থেকে শনিবার সকাল ৯টায় বাইক মিছিল করা হয়।চলতি বছরের ১১ই ফেব্রুয়ারী নবান্ন অভিযানের সমর্থনে, কেন্দ্র ও রাজ্য সরকারের ভাওতা প্রতিশ্রুতির বিরুদ্ধে, সকল বেকারের কর্মসংস্থানের দাবীতে ডিওয়াইএফআই ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটির ৩৯নং ওয়ার্ড শাখা কমিটির উদ্যোগে আজ সকাল ৯টা থেকে ৩৯নং ওয়ার্ডে শিবরাম পল্লীতে ক্ষুদিরাম মূর্তির সামনে থেকে বাইক মিছিল শুরু করে ৩৯নং ওয়ার্ড পরিক্রমা করে হায়দরপাড়া বাজারে শেষ করা হয়।
ডিওয়াইএফআই ডাবগ্ৰাম দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক দিপঙ্কর সাহা বলেন, “এই বাইক মিছিলের মধ্য দিয়ে আওয়াজ উঠবে সকল বেকারদের অবিলম্বে কাজের ব্যবস্থা করে দেওয়ার দাবিতে। কেন্দ্রের বিজেপি সরকার আশ্বাস দিয়েছিলেন বছরে ২ কোটি বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থা করে দেবেন এবং সেইসঙ্গে রাজ্যে তৃণমূল সরকার কথা দিয়েছিল ১০ লক্ষ বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করা হবে। কিন্তু দুই সরকারই কোন কর্মসংস্থানের ব্যবস্থা করেনি। সারা ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গে জুড়ে যেভাবে বেকারত্ব এর হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে তারই প্রতিবাদে আজ ডিওয়াইএফআই ৩৯ নম্বর ওয়ার্ডে বাইক মিছিল করে।”
এইদিনের এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন দিলীপ সিং, গনেশ ঘোষ, ডিওয়াইএফআই ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটির সম্পাদক দীপঙ্কর সাহা, যুব নেতা বিপ্লব দত্ত, অভিজিৎ দে সহ অন্যান্য নেতৃত্ব।