জলপাইগুড়ি , ৩০ মে : কোভিড অতিমারীত মানুষের পাশে দাঁড়াতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল দুয়ারে শিক্ষক। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে এবং পরিচালনায় সারা জেলায় কোভিড আক্রান্ত গরীব পরিবারকে পুষ্টিগত খাবার তুলে দিতে পাশে দাঁড়ানোর জন্য ” দুয়ারে শিক্ষক” নামে একটি পরিষেবা চালু হয়েছে জলপাইগুড়িতে ।
এই পরিষেবা প্রদানের অঙ্গ হিসাবে রবিবার সকালে সমিতির শিক্ষক- শিক্ষিকা বৃন্দরা কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে শুকনো খাবার এবং প্রোটিন সমৃদ্ধ আহার , চাল , মুসুর ডাল, ছোলা, সোয়াবিন, দুধ, ডালিয়া, খেজুর, বিস্কুট এবং সাবান সরবরাহ করেন। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কনভেনার অঞ্জন দাস বলেন এদিন পুরসভার ২১ও ২২ নম্বর ওয়ার্ডে ২০ জন করোনা আক্রান্ত পরিবারকে শুকনো পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া হল।