আলিপুরদুয়ার: অভিযান চালিয়ে প্রায় ৫০ কার্টন ভুটানি মদ উদ্ধার করল পুলিশ।হোলির আগে অবৈধ মদ ও ভুটানি মদের কারবারীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে কালচিনি পুলিশ।এই অভিযানেই গতকাল রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৫০ কার্টুন ভুটানি মদ উদ্ধার হয়।
কালচিনির ওসি অভিষেক ভট্টাচার্য জানান, গত এক সপ্তাহে কালচিনি থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর ভুটানি মদ ও অবৈধ মদ উদ্ধার হয়েছে।এই বিষয়ে গত এক সপ্তাহে ৩০ জনকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।এই তদন্ত চলতে থাকবে ভবিষ্যতেও।