জলপাইগুড়ি , ২৮ ফেব্রুয়ারী : পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগী হলেন জলপাইগুড়ি মারওয়াড়ি যুব মঞের সদস্যরা। রবিবার জলপাইগুড়ি শহরের ৬ টি সামাজিক সংস্থার হাতে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য যন্ত্র সরবরাহ করা হয়েছে মারওয়াড়ি যুবমঞ্চ জলপাইগুড়ি গ্রেটারের তরফে।
রবিবার জলপাইগুড়ি দিনবাজার ছোট গোশালায় শহর ও সংলগ্ন এলাকার এই ছয়টি সংস্থাকে এই ওয়াটার পিউরিফাইড তুলে দেওয়া হয়। জলপাইগুড়ি গৌরীয় মঠ, বোদাগনজ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, ভারত সেবা আশ্রম, পিনজিরাপোল গোশালা, জলপাইগুড়ি প্রেস ক্লাব, মহাদেব পার্বতী স্কুলকে এটি তুলে দেওয়া হয়। এদিন এই সংস্থার তরফে ৮ টি দলের ডে নাইট সট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট এর ও আয়োজন করা হয়।