জলপাইগুড়ি , ১২ এপ্রিল : অত্যাবশ্যকীয় পণ্যের কোন অভাব নেই জলপাইগুড়ি ডিস্ট্রিবিউটরদের কাছে।তাই জনসাধারণের প্রতি জলপাইগুড়ি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে মানুষের অযথা চিন্তা করার এ ব্যাপার কোন কারণ নেই।আগামী এক মাসের জন্য যথেষ্ট অত্যাবশ্যকীয় সামগ্রী মজুত রয়েছে। তাই জনসাধারণ অনায়াসেই রিটেইলারদের কাছ থেকে ন্যায্য মূল্যে প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন।রবিবার জলপাইগুড়ি ডিস্ট্রিবিউটরস্ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অমিও গোপাল দত্ত সাংবাদিকদের জানান অত্যাবশ্যকীয় জিনিসপত্রের অভাব নেই বাজারে।আগামী এক মাসের জন্য তাদের কাছে সব মজুত রয়েছে।তাই সহজেই ক্রেতারা দোকান থেকে ন্যায্যমূল্যে সমস্ত মালপত্র পেয়ে যাবেন বলে আশ্বাস দেন তিনি।উদ্ভূত পরিস্থিতির জন্য ওই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মনোতোষ সাহা ব্যক্তিগত ভাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০,১০০ টাকা দান করেন ।