জলপাইগুড়ি , ৩১ জুলাই : জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে চার হাজার গাছের চারা বিতরণ করল বনদপ্তর। এদিনের এই কর্মসূচিতে ডেঙ্গুয়াঝাড় চা বাগান কর্তৃপক্ষের ম্যানেজার জীবন চন্দ্র পান্ডে সহ বনদপ্তরের সিসিএফ নর্থদান সার্কেল গঙ্গা প্রসাদ ছেত্রী, ডিএফও মৃদুল কুমার সহ বিভিন্ন আধিকারিক উপস্থিত ছিলেন। বনদপ্তরের আধিকারিকরা জানান গোটা রাজ্যের কোটি গাছের চারা বিতরণ কর্মসূচি নিয়েছে বনদপ্তর।
উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় বিতরণ করা হবে গাছের চারা। আমরা মোট ১০ হাজার গাছের চারা বিতরণ করার লক্ষ্যমাত্রা নিয়েছি। আজ চার হাজার গাছের বিতরণ করা হল পরবর্তীতে বাকি চারা বিতরণ করা হবে। এদিন মূলত লেবু গাছ সহ বিভিন্ন ফলের গাছের চারা বিতরণ করা হয়। বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন বাগান শ্রমিকদের মধ্যে ফল গাছের চারা নেওয়ায় আগ্রহ ছিল। এজন্য বিতরণ করা হয়েছে ফল গাছের গাছের চারা।