নিউজডেস্ক,২০মার্চ:- শুক্রবার রাতে সারা দেশের পাশাপাশি বিশ্ব জুড়ে হঠাৎ করেই অচল হয়ে পড়ে হোয়াটসঅ্যাপ, অসম্ভব হয়ে পড়ে এই মাধ্যমের ব্যবহারে যোগাযোগ করা। বারংবার ফোন বন্ধ করে কিংবা এরোপ্লেন মোডে এনে নেট যাচাই এর পরেও মেনেনি সুরাহা।শুক্রবার ভারতীয় সময় রাত ১০.৫৫ মিনিট থেকে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। তবে “ডাউনডিটেক্টর” এর দাবি, রাত ১০.৪০ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো যাচ্ছে না।শুধুই হোয়াটসঅ্যাপ নয় এর পাশাপাশি অচল হয়ে পড়ে ইনস্টাগ্রামের মতো আরও কয়েকটি অনলাইন যোগাযোগ মাধ্যম, অসম্ভব হয়ে যায় লগ ইন করাও বলে দাবি করেছে অনেকে। অবশ্য এই ঘটনার পরই সমস্যার কথা দাবানলের মতো ফেসবুকে ছড়িয়ে পড়তেই সকলেই একই সমস্যার সম্মুখীন হচ্ছে ভেবে হাফ ছাড়ে ব্যবহারকারীরা এবং সেই সঙ্গে সমস্যার সমাধানে নেমে পড়েন এই সকল মাধ্যমের পরিচালকেরা। রাত ১১.৪৫ এর মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, সক্ষম হয়ে ওঠে যোগাযোগ ব্যবস্থা। তবে হয়ত এই কিছু মুহূর্তের বিরতি মানুষকে বুঝিয়ে দিয়ে যায় সোশ্যাল মিডিয়ার গুরুত্ব সেই সঙ্গে এই মাধ্যমগুলির উপর মানুষের নির্ভরশীলতা।