মালদা, ১৬ নভেম্বর : মালদায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বিশেষ করে ইংরেজবাজার বিধানভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি সব নার্সিংহোমে জ্ব্ররে আক্রান্তদের ভিড় বেড়েই চলেছে।সরকারী হাসপাতালে একটা বেডে কয়েকজন করে ডেঙ্গু আক্রান্তদের ঠাঁই হয়েছে। মালদা শহরের পাশাপাশি ইংরজবাজার বিধানসভা এলাকা জুড়েই প্রকোপ বাড়ছে ডেঙ্গুর।
ইতিমধ্যেই প্রায় ঘরে ঘরেই ছড়িয়েছে জ্বর।তাদের মধ্যে অনেকের সাধারণ জ্বর হলেও,ডেঙ্গুর আক্রান্তের সংখ্যাও কিছু কম নেই।ইংরেজবাজারের উত্তর ও দক্ষিণ বালুরচর, গয়েশপুর,ফুলবাড়ি,মহানন্দাপল্লী ইত্যাদি এলাকায় অনেকের ডেঙ্গু ধরা পড়েছে।
ইংরেজবাজার বিধানসভার বিধায়ক নীহার রঞ্জন ঘোষ ডেঙ্গুর বাড়বাড়ন্ত নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠক করেছেন। তবে সচেতনতার দিকেই নজর দিতে বলছেন তিনি। ক্রমশ জেলা জুড়েই ডেঙ্গুর প্রকোপ বাড়ার সাথে সাথে ছড়িয়েছে আতঙ্ক।অভিযোগ উঠছে স্বাস্থ্য দফতরের উদাসীনতার।তবে এই বিষয়ে মুখ খুলতে চান নি মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা স্বাস্থ্য দফতরের অন্য কোনো আধিকারিক।