জলপাইগুড়ি, ২১ জানুয়ারী: করোনার অজুহাতে স্কুল-কলেজ বন্ধ রেখে ছাত্র সমাজের বড় ধরনের ক্ষতি করা হচ্ছে বলে অভিযোগ ডিএসওর। শুক্রবার জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে এরই প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করল সংগঠনের সদস্যরা।
সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভজিৎ রায় বলেন, “জলপাইগুড়ি ও ময়নাগুড়িতে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করা হচ্ছে। স্কুল-কলেজের পঠনপাঠন চালু করার পাশাপাশি জাতীয় শিক্ষানীতি বাতিল করার দাবিতেও সরব হয়েছি আমরা।”