শিলিগুড়ি, ১৩ জানুয়ারী: এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে চলতি মাসের ১০তারিখ থেকে ১৬তারিখ অবধি এক ‘দাবি সপ্তাহের’ ডাক দেওয়া হয়েছে। সেই মত সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও এআইডিএসও এর সদস্যরা তাদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আজ। তাদের অভিযোগ পঞ্চম শ্রেণী থেকে নবন শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভর্তির ফিস নেওয়া হচ্ছে, তাই তাদের দাবি সেই ফিস যেনো কমানো হয় ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে যেনো এক তৃতীয়াংশ ভাড়া নেওয়া নেওয়া হয়। এর পাশাপাশি করোনাকালে সমস্ত কিছুই অনলাইনে হচ্ছে তার ওপর বিভিন্ন ডাটা কোম্পানীগুলো প্রতিনিয়ত তাদের মূল্য বৃদ্ধি করে চলেছে। যার ফলে অনেকটাই আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষার্থীদের। তাই তাদের দাবি অবিলম্বে যেন এইসব সমস্যার সমাধান করা হয়। এবং এই তিন দফা দাবী নিয়ে বৃহষ্পতিবার শিলিগুড়ির কোর্ট মোড়ে হাতে ফ্ল্যাগ ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন তারা।