জলপাইগুড়ি, ২৭জানুয়ারী: সমস্ত স্কুল কলেজ খোলার দাবিতে অবস্থান আন্দোলন শুরু করল অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে অবস্থানে বসেন সংগঠনের সদস্যরা। বর্তমানে করোনা পরিস্থিতি কাটিয়ে শপিং মল, পানশালা, রেস্তোরাঁ, সিনেমা হল সহ সবকিছু খুলে গেলেও স্কুল কলেজ এখনও আগের মতোই বন্ধ রয়েছে বলে অভিযোগ। এর ফলে ব্যাপক প্রভাব পড়ছে শিক্ষার ওপর। এজন্য সমস্ত স্কুল কলেজ খোলার ব্যবস্থা করে ফের পঠনপাঠন চালু করার দাবি জানান কমিটির সদস্য দেবাশিস সাহা। অবিলম্বে সমস্ত স্কুল কলেজ খোলার দাাবি নিয়ে জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করেছেন তারা।