আলিপুরদুয়ার , ২১ সেপ্টেম্বর : জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে অনলাইন টিকিট বাতিলের দাবি সহ বিভিন্ন দাবিতে সোমবার জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রধান গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন জলদাপাড়ার পর্যটন ব্যবসায়ীরা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে জলদাপাড়া লজ ওনার্স , হোম স্টে ওনার্স , গাইড , জিপ্সি চালক সবাই সামিল হন।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে জঙ্গল। পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে বনদপ্তর গাইডলাইন প্রকাশ করেছে। সেই গাইড লাইন অনুযায়ী জঙ্গলে প্রবেশের জন্য অনলাইনে টিকিট কাটতে হবে। কাউণ্টার থেকে অফলাইনে টিকিট দেওয়া হবেনা।এছাড়া হাতি সাফারি বন্ধ এবং দশ বছরের নিচে ও ৬৫ বছরের উপরের মানুষদের জঙ্গলে সাফারি ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। ওই নতুন গাইডলাইন জারী হওযায় ক্ষতিগ্রস্ত হবেন পর্যটন ব্যবসায়ীরা , এমনই আশঙ্কা তাঁদের।
ওই নতুন নিয়ম প্রত্যাহারের দাবিতে এদিন জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রধান গেটের সামনে বিক্ষোভ দেখান পর্যটন ব্যবসায়ীরা