জলপাইগুড়ি, ২২ ডিসেম্বর: বারবার অ্যাম্বুলেন্সের মধ্যে কোভিড রোগীর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। গতকালই অ্যাম্বুলেন্সে অক্সিজেনের ওভাবে মৃত্যু হয় বছর ৪৩-এর করোনা আক্রান্ত এক যুবকের। এরপরই অ্যাম্বুলেন্স চালকদের প্রশিক্ষণের দাবি নিয়ে সরব হয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ এই সমস্ত অ্যাম্বুলেন্স চালকদের অবিলম্বে প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। সমস্ত অ্যাম্বুলেন্স গাড়িগুলি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে সেগুলোকে টেকনিশিয়ানের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করা খুবই প্রয়োজন। নয়তো এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বারবার হতে পারে বলে জানান তারা।
এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন জলপাইগুড়ির সম্পাদক অংকুর দাস বলেন, “চালকদের উপযুক্ত প্রশিক্ষণ ছাড়াই এই সমস্ত অ্যাম্বুলেন্সগুলো চালানোর দায়িত্ব দেওয়া হচ্ছে। যার ফলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চালকদের। ফলে রোগীরাও প্রাণ হারাচ্ছে।”
যদিও এই ব্যাপারে হাসপাতাল সুপার গয়ারাম নস্কর বলেন, সঙ্কটজনক রোগীর জন্য অ্যাম্বুলেন্সে সরকারের থেকে এখনও পর্যন্ত দেওয়া হয় নাই যার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।” গতকালের ঘটনা নিয়ে তিনি বলেন “পেপার কাটিং সহ ১০২ সংশ্লিষ্ট সংস্থাকে এই বিষয়ে বিস্তারিত জানাতে বলা হয়েছে। তার আগে কোন মন্তব্য করা যাবে না।”