শিলিগুড়ি, ১১ নভেম্বর: ছট পূজা সকালে নারকেল নেওয়ার জন্য পুকুরে হুড়োহুড়ি করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির অম্বিকানগর এলাকার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
জানা গেছে, মৃতের নাম রঞ্জন মণ্ডল। সে হরিপুর এলাকার বাসিন্দা। এদিন সকালে মধুসূদন কলোনীতে ছট ঘাটে এসেছিল সেই ব্যক্তি। পুজোর শেষে অনেকে পুকুরে নারকেল ফেলেছিলেন। সেই নারকেল নিতে পুকুরে হুড়োহুড়ি পরে যায়। স্থানীয় লোকেরা জানান, পুকুরে নারকেল নিতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটে। জলের স্রোতে তলিয়ে যায় যুবকটি। এনজেপি থানার পুলিশে মৃতদেহ পোস্টমর্টেমের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।