জলপাইগুড়ি , ২১ ফেব্রুয়ারী : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জলপাইগুড়িতে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল রবিবার।
শহরের কদমতলা দুর্গাবাড়ি প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল বিভিন্ন নবীন ও প্রবীণ শিল্পীরা। সঙ্গীত ও নৃত্যশিল্পী এবং নাট্য ব্যক্তিত্বদের বিভিন্ন অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। অনুষ্ঠানে শতাধিক শিল্পী অংশগ্রহণ করে। বিভিন্ন স্কুলের ছাত্রীদের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান সবচেয়ে বেশি আকর্ষিত করে দর্শকদের।