মালদা , ১৪ মে : করোনার জেরে এ বছর বিভিন্ন ঈদগাহ ময়দান গুলিতে ঈদের নমাজ পাঠ বন্ধ । উত্তরবঙ্গের বৃহত্তর সুজাপুর ঈদগাহ ময়দানেও এ বছর ঈদের নমাজ পাঠ বন্ধ ছিল । প্রতিবছর নমাজ পাঠে এখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে। তবে করোনা পরিস্থিতিতেও মহেশমাটি এলাকায় মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে দফায় দফায় নমাজ পড়লেন মহিলারা ।
তারা দোয়া করলেন পৃথিবী যেন করোনা মুক্ত হয় । তার পাশাপাশি এদিন ইংরেজবাজারের বিবি গ্রাম জামে মসজিদে নমাজ পাঠ করতে দেখা যায় পুরুষদের। মালদা জেলা পুলিশ প্রশাসন এবং ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে সুষ্ঠুভাবেই নমাজ পাঠ এবং করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব এবং মুখে মাক্স পড়ে যাতে সকলে অংশ নেন তার সমস্ত ব্যবস্থা করা হয়েছিল।