কোচবিহার , ৭ জুলাই : ভারত সরকার রেল মন্ত্রককে বেসরকারিকরণের উদ্যোগ নিয়েছে । বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের এই অপচেষ্টাকে ধিক্কার জানিয়ে মঙ্গলবার কোচবিহার দেওয়ানহাট রেল স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করা হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা।
এদিন রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কেন্দ্রে বসে আছে বেচারাম সরকার তারা একে একে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা বেঁচে দিচ্ছে বিভিন্ন কর্পোরেটদের কাছে । ব্যাংক-বীমা কয়লা খনি থেকে শুরু করে দেশের লাইফ লাইন তারা বিক্রি করার অপচেষ্টায় লিপ্ত। দেশপ্রেমের মুখোশ পড়ে কার্যত এ দেশের সার্বভৌমত্ব ক্ষুন্ন করতে উঠে পড়ে লেগেছে তারা । এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে তৃণমূল কংগ্রেস । রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের দলীয় নেত্রীর নির্দেশে রাজ্যজুড়ে চলবে লাগাতার বিক্ষোভ কর্মসূচি।
এদিন কোচবিহার টাউন রেলওয়ে স্টেশনেও বিক্ষোভ প্রদর্শন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী, তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায় এবং যুব নেতা অভিজিৎ দে ভৌমিক সহ কর্মী-সমর্থকরা।