কোচবিহার , ১৭ অক্টোবর : গুড়িয়াহাটি ১ নং কোচবিহার উচ্চমাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সামনে থাকা স্কুলের বড়দিঘিতে প্রতিবছর এলাকার ক্লাবগুলো মায়ের বিসর্জন দিয়ে থাকে | আস্থা ফাউন্ডেশনের সদস্যরা মিলে বিসর্জনের দুর্গা ঠাকুরের কাঠামোগুলো এবং নোংরা আবর্জনা পরিষ্কার করে ।
জল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা ।