- শিশুশ্রম বিরোধী দিবস পালিত হল
- বিদ্যালয়ের শিশুরা র্যালিতে উপস্থিত হয়
খবর সময়, জলপাইগুড়ি :
শিশুশ্রম বিরোধী দিবস পালিত হল জেলা জুড়ে।বুধবার শিশু শ্রম বিরোধী দিবস যথার্থ ভাবে পালন করল জেলা শ্রম দপ্তর।এই দিন কদমতলায় অবস্থিত জেলা শ্রমদপ্তর থেকে শহরের একাধিক পথে একটি শোভাযাত্রা ঘুরে।শোভাযাত্রায় স্লোগান ছিল শিশুদের দিয়ে কোন ব্যবসায়িক কাজ করানো যাবেনা,তাদের সাথে সহযোগিতা করূন।
এই শোভাযাত্রায় জলপাইগুড়ি শহরের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা, বিদ্যালয়ের শিশুরা র্যালিতে উপস্থিত হয় ।সামনে ঢাক নিয়ে একটি টেবলোতে মাইকিং করতে করতে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে।