শিলিগুড়িঃ রক্ত সংকট মেটাতে এগিয়ে এল শিলিগুড়ির শেঠ শ্রীলাল ব্যাবসায়ী সমিতি।বসন্ত উৎসবের আগে যাতে শিলিগুড়ি জেলা হাসপাতালে রক্তের সংকট দেখা না দেয় তার জন্য তাদের এই প্রয়াস বলে জানান উদ্যোক্তারা।শেঠ শ্রী লাল ব্যাবসায়ী ও সমিতির সদস্যদের নিয়ে এই রক্তদান শিবির করে তারা শিবির থেকে প্রায় ১৫০ইউনিট রক্ত সংগ্রহ করে জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে তুলে দেন।এর পাশাপাশি ব্যবসায়ীদের স্বাস্থ্য সম্পর্কে স্বচেতন করতে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয় এইদিন।