জলপাইগুড়ি , ১৪ মার্চ : জলপাইগুড়ি সিমেন্ট ডিলার অ্যশোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির করা হয় ইন্দিরা কলোনী এলাকায় । সদর হাসপাতালের চিকিৎসক সেফালি বর্মনের উপস্থিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠান হয়েছে বলে সংগঠনের পক্ষে প্রদীপ চন্দ্র জানিয়েছেন।