জলপাইগুড়ি , ২৩ অগাস্ট : করোনা পরিস্থিতির মধ্যেও রক্তদানের জন্য এগিয়ে এলেন জলপাইগুড়ির সিআইটিইউ শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
রবিবার সংগঠনের উদ্যোগে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা-বাগানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত চা-বাগানের শ্রমিকরাই রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদান করেন। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঠানো হয়েছে।
রক্তদান শিবিরে এদিন উপস্থিত থেকে রক্তদান করতে দেখা যায় চা-বাগানের কর্মচারীদেরও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেঙ্গুয়াঝাড় চা-বাগানের ম্যানেজার জীবনচন্দ্র পান্ডে।