আলিপুরদুয়ার : সরকারী স্কুলের শিক্ষকদের গৃহশিক্ষকতার অনুমতি দিতে হবে, এই দাবিতে পথ অবরোধ করল পড়ুয়ারা।মঙ্গলবার আলিপুরদুয়ারের জটেশ্বর এলাকায় বীরপাড়া থেকে ফালাকাটা গামী পথ অবরোধ করে স্কুল পড়ুয়ারা।এই ঘটনার ফলে ব্যপক যানজট দেখা দেয় সাত নম্বর এশিয়ান হাইওয়েতে।সম্প্রতি রাজ্যের সরকারি স্কুল গুলিতে কর্মরত শিক্ষকদের গৃহশিক্ষকতার উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর।সরকারি ওই সিদ্ধান্তের প্রতিবাদেই দুপুর ১২ টা থেকে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা।