আলিপুরদুয়ার , ৬ জানুয়ারী : বনদপ্তরের উদ্যোগে বক্সাতে শুরু হল চতুর্থ তম বার্ড ফেস্টিভল l চলবে আগামী ৯ জানুয়ারী পর্যন্ত। সোমবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাজাভাতখাওয়াতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই বার্ড ফেস্টিভল l উপস্থিত ছিলেন মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ , বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত সহ বনদপ্তরের আধিকারিকরা। এবছর বার্ড ফেস্টিভলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন পক্ষী বিশারদ যোগ দিয়েছেন ।
ফিল্ড ডাইরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত জানান ছয়টি বিভিন্ন রুট তৈরি করা হয়েছে এই ছয়টি রুট দিয়ে অংশগ্রহণকারী পক্ষী বিশেষজ্ঞরা হাটবেন । তিনি জানান বক্সাতে ৫১৬ রকমের প্রজাতির পাখী আছে l গতবছর ও বার্ড ফেস্টিভলে চারটি নতুন প্রজাতির পাখীর সন্ধান পাওয়া গিয়েছে ।