জলপাইগুড়ি, ১৫ জানুয়ারী: আজানের মাইকের মাধ্যমে ময়নাগুড়ির রেলদুর্ঘটনায় আহতের খবর পৌঁছাল তার পরিবারে। বৃহঃস্পতিবার রেল দুর্ঘটনায় আহত হন অসমের ধওলা এলাকার বাসিন্দা সফিকুল আলী। বর্তমানে তিনি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন। তার কাছে কোনও মোবাইল না থাকায় তার বাড়িতে খবর পৌঁছান সম্ভব হয়নি। এই কথা শুনে রেলমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে ডাক বিভাগের সাথে যোগাযোগ করে পোস্টঅফিস পিওন মারফত তার বাড়িতে খবর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা বিফল হয়।
গতকাল ধওলা এলাকায় নামাজের প্রস্তুতি চলছিল। সেই সময় সফিকুল আলীর কথা শোনা মাত্রই স্থানীয় মসজিদ কমিটির পক্ষ থেকে মাইকের মাধ্যমে তার অসুস্থতার কথা জানান হয়। মাইকে তার পরিবার সফিকুলের অবস্থার কথা জানতে পারে এবং জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। গোটা বিষয়টি রেলের পক্ষ থেকে টুইট করে জানান হয়েছে।
ইতিমধ্যে, খবর পেয়ে দাদা মফিদূল ইসলাম শনিবার জলপাইগুড়ি স্পেশালিটি হাসপাতালে পৌঁছান। দুর্ঘটনার পর থেকেই দুর্ঘটনাগ্রস্ত আসামের রেলযাত্রীদের পাশেই রয়েছেন আসাম পুলিশ।