শিলিগুড়ি, ৯ জানুয়ারী: রবিবার ছুটির দিনকে কাজে লাগিয়ে লাগাতার প্রচার সারলেন অশোক ভট্টাচার্য। সকাল থেকেই শুধু নিজের ওয়ার্ড নয়,পুরসভার বেশ কিছু ওয়ার্ডের বাম প্রার্থীদের হয়ে প্রচার করলেন প্রাক্তন বিধায়ক,মেয়র,পুর প্রশাসক অশোক ভট্টাচার্য। সকাল থেকেই ছুটির দিনকে কাজে লাগিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচার করেন তিনি। মানুষের কাছে তুলে ধরলেন নিজের কাজের খতিয়ান। আগামীতে কি করা উচিত শহরের জন্য তারও মুল্যায়ন করেন আজ।
অন্যদিকে, অনেকেই অশোক দা কে কাছে পেয়ে জানালেন নিজেদের সুবিধা অসুবিধের কথা। আগামীতে নাগরিকদের সমস্ত আবদার মেটানোর চেষ্টা করবেন বলে জানান তিনি।