মালদা , ১৫ মে : মালদা টাউন GRPS এর উদ্যোগে ও রেলওয়ে চাইল্ড লাইন (প্রাজক ) এর ব্যবস্থাপনায় স্থানীয় মালদা টাউন স্টেশনে বিভিন্ন রেলওয়ে স্টেশনে চলে আসা শিশুদের সমাজের মূল স্রোতে ফেরানোর উদ্দেশ্যে শুরু হয়েছে বিশেষ শিক্ষা শিবির। এই বিশেষ শিক্ষাশিবিরে শিশুদের শিক্ষার সাথে সাথে সামাজিক দিক থেকে এগিয়ে যাবার নানা কৌশল শেখানো হয় ।
সপ্তাহে ২ দিন করে শনিবার ও রবিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত চলে এই শিক্ষা শিবির । গান ,গল্প, ছবি আঁকা এবং বিভিন্ন খেলার ছলে শিক্ষার মাধ্যমে চলে এই শিবির।
আজকের শিক্ষা শিবির এর মূল আকর্ষণ ছিল ছবি আঁকা প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় ৩০ জন শিশু অংশগ্রহণ করে, তারা তাদের মনের ভাবনার বিভিন্ন ছবি প্রদর্শন করে ।
মালদা টাউন GRPS এর মহিলা কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার ও রেলওয়ে চাইল্ড লাইনের কর্মীদের দ্বারা এই শিবির পরিচালিত হয়। এছাড়া বিশেষভাবে উপস্থিত থাকেন মালদা টাউন জি আর পি এস এর আই সি (IC) মাননীয় শ্রী প্রশান্ত রায়, 2d অফিসার অরুণাভ চক্রবর্তী ও রেলওয়ে চাইল্ড লাইন ( প্রাজক) এর কো-অর্ডিনেটর শ্যামল মন্ডল ।