কোচবিহার, ২৫ অক্টোবরঃ বিদেশি কোম্পানীর নামিদামী সিগারেট পাচারের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করল বক্সিরহাট থানার পুলিশ। সূত্রের খবরের ভিত্তিতে সোমবার সকালে বক্সিরহাট থানার পুলিশ সংকোশ নাকা পয়েন্ট নামের একটি এলাকায় অভিযান চালায়। সেখানে একটি ট্রাককে আটক করে পুলিশ। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ অবৈধ সিগারেট।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক করা ট্রাক থেকে প্রচুর পরিমাণে উইন কিং সাইজ সিগারেট, সুপার স্লিম লাইট সিগারেট ,স্পেশাল গোল্ড সিগারেট উদ্ধার হয়েছে।এই উদ্ধার হওয়া সিগারেটের বাজার মূল্য প্রায় ৪৩,৪৭,০০০ টাকা। এই সিগারেট গুলো অসমের গুয়াহাটি থেকে দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানা যায়। ঘটনার সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তার তল্লাশি চালাচ্ছে পুলিশ।