কোচবিহার, ২২ জানুয়ারী: সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ দুইজন সন্দেহভাজনকে আটক করল খড়িবাড়ি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিহার-বাংলা সীমান্তের গলগলিয়া বাসস্ট্যান্ডের কাছে সিংঘিয়াজোট থেকে খড়িবাড়ি থানা পুলিশ দুইজনকে থামিয়ে তল্লাশি করে। তল্লাশিকালে তাদের কাছ থেকে ১৪ কেজি ২৯৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ধৃতদের নাম রবি বর্মণ এবং সুশান্ত অধিকারী। তারা উভয়ই কোচবিহার জেলার বাসিন্দা। গাঁজা সহ দুইজনকে আটক করে খড়িবাড়ি থানায় নিয়ে আসা হয়। দুই অভিযুক্তের বিরুদ্ধে খড়িবাড়ি থানায় এনডিপিএস-এর অধীনে মামলা নথিভুক্ত করার পর আজ তাদের শিলিগুড়িতে আদালতে পাঠান হয়েছে।