- যানজট সমস্যার জন্য সকলেই চিন্তিত
- সমস্যা খুব শীঘ্রই সমাধান করবেন সাংসদ
শিলিগুড়িঃ শিলিগুড়ি ট্রাফিক সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য ট্রাফিক পুলিশের সাথে মিলে খবর সময় অনেক যৌথ উদ্যোগ নিয়েছে।অনেক সফলতাও মিলছে।কিন্তু যখনই শিলিগুড়ির ট্রাফিক এর কথা ওঠে তখনই শিলিগুড়ির দার্জিলিং মোড়ের কথা উঠে আসে।প্রত্যেক দিনের এই যানজট সমস্যার জন্য সকলেই চিন্তিত।দার্জিলিং মোড় সংলগ্ন সমস্ত রাস্তায় প্রায় সকাল ৮ টার থেকে যানজটের সমস্যা দেখা যায় এবং রাত ৯ টা পর্যন্ত সমস্যা চলে।
যানজটের বিভিন্ন সমস্যা খবর সময়ের প্রতিনিধিরা তুলে ধরার চেষ্টা করছে এখনও দার্জিলিং মোড়ের যানজট সমস্যার হাল না হাওয়ায় নাগরিকরা খবর সময়ের প্রতিনিধিদের কাছে ক্ষোভ প্রকাশ করেছে।তাই আবারও খবর সময় দার্জিলিং সাংসদ রাজু বিস্ট এর সাথে এই বিষয়ে বার্তালাপ করার চেষ্টা করেছে।
বার বার যানজট সমস্যাকে তুলে ধরার জন্য রাজু বিস্ট খবর সময়কে ধন্যবাদ জানিয়ে বলেছেন,” এই সমস্যা মোকাবেলায় কেন্দ্রীয় মন্ত্রী (সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী) নিতিন গডকড়ীর সাথে তিনি কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন এই সমস্যা খুব শীঘ্রই সমাধান করবেন।”